ঈদ ঘোরাঘুরি

অনেক অনেক দিন পর আমার ছোট আন্টি খালাতো বোনসহ আমাদের বাসায় ঈদে বেড়াতে এসেছে। বোনটি আবার আমার কন্যার সমবয়সী। তাই তারা বেস্ট ফ্রেন্ড। তারা অতি আনন্দে কি করবে না করবে ভেবে কুল কিনারা পায় না। সারাদিন সুপার গ্লু এর মত একসাথে থাকে। মাঝখান থেকে নাওঈদ বেচারা একা একা থাকে, মাঝেসাঝে বোনদের দলে ঢুকে। ঘোরাঘুরি, খেলাধুলা খাওয়া-দাওয়া, ঘুম সব পরম সুখে চলছে তাদের।

প্রি ঈদ ঘুরাঘুরিতে তারা এ কয়দিন ব্যস্ত ছিল। প্রতিদিন কোথায় ঘুরতে যাবে এ নিয়ে চলে তাদের জিজ্ঞাসা। নিজের আরাম আয়েশের মাঝেসাঝে ছানাপোনাদের নিয়ে তাই মাঝে মাঝে এদিক সেদিক বেড়িয়ে এলাম।

গতকাল তাদের নানার গরু-ছাগল কেনা হয়েছে। এখন তারা সারাদিন উপর নিচ আসা যাওয়া করে, গরু আদর করে, খাওয়ায়, গল্প করে। আনন্দের অতিশয্যে বড় পুত্রকন্যা এবার নানা বাড়িতে রয়ে গেছে। তারা নাকি সেখানেই ঈদ করবে।

তাদের আনন্দে বাগড়া না দিয়ে চলে আসলাম তাদের দাদাবাড়ি। দিনশেষে পোলাপাইনের আনন্দে পিতা-মাতা আনন্দিত। নিজেদের ছোটবেলাতেও দাদা বাড়ি, নানা বাড়িতে ঈদ করে এভাবে আনন্দিত হতাম। ছানাপোনা একই রকম ভাবে শৈশব কাটাচ্ছে, আলহামদুলিল্লাহ।

সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা। তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম।