ডাব্বু মাথা চার আনা, চাবি দিলে ঘুরেনা/
আট আনা দিলে নষ্ট, ডাব্বু মাত্রার কষ্ট।
ছোটবেলায় কত যে শুনেছি, আর বলেছি!!! কত যে অপমান মনে হোত এই ছড়া শোনাটা! কত যে মন খারাপ হোত!! 😓
অন্য দিকে কেউ বেল মাথা হলে তাকে এটি শুনিয়ে বিমল আনন্দ পাওয়া যেত 😎😎😁
এখন কার পিচ্চি দের সারাদিন পেম্পারিং করা লাগে। ডাব্বু হলেও বলতে হয়- তুমি সুইট, কিউট!!!
নায়রাহ তার ৫ বছর বয়সকালে এখন ২য় বারের মতো ডাব্বু হলো। ভিডিও করে নানু , দাদুর বাড়ি ডাব্বু দেখিয়ে কত যে কম্প্লিমেন্ট পেল!!!
কি আর করা, আমিই এদের শোনাই, ডাব্বু মাথা চার আনা!!😎😎
কিন্তু ওরা মাইন্ড করে না!!🥴
ডাব্বু মাথা
—
in যাপিত জীবন