তেলাপোকা

যখন ছানাপোনা তেলাপোকা দেখে চিৎকার করে ওঠে, নিরাপদ দূরত্বে থাকা মা তখন তাদের নিয়ে হাসাহাসি করে!!

তাদেরকে বুঝিয়ে বলে, এত চিৎকার করার কিছু নাই, তেলাপোকা তোমার চাইতে বড় না, তোমাকে খেয়ে ফেলতে পারবেনা। চিন্তার কিছু নাই। বরং তুমি তেলাপোকাতে কামড় দিতে পারবা, ভর্তা বানাতে পারবা, আছাড় দিতে পারবা, যা খুশি তাই করতে পারবা।

ছানাপোনা এতে খুব বেশি সান্তনা পায় না। যতক্ষণ পর্যন্ত না তাদের পিতা এসে উদ্ধার না করছে, তারা মোটামুটি চিৎকার করতে থাকে।

ঘটনা তখনই অন্যরকম হয়ে যায়, যখন মায়ের পায়ের আশেপাশে বড় তেলাপোকা হঠাৎ করে উড়ে আসে এবং তাহাদের মা চিৎকার করে লাফ দিয়ে ওঠে আর আছাড় খায়। ঘটনা আরো খারাপ হয় যখন ছানাদের মা মোটামুটি অন্ধকার রুমে একাকী নামাজের বিছানায় থাকে এবং ঠিক তখনই খাটের ফাঁক দিয়ে নামাজের বিছানায় হাটি হাটি পা পা করে তেলাপোকা এগিয়ে আসে।

একবার চিন্তা করে দেখুন সেই মায়ের অবস্থা!! না পারে চিৎকার করতে, না পারে লাফ দিতে!! পুরাই কার্টুন হয়ে যায় তখন!!

মনে মনে বলি বেশ শাস্তি হয়েছে, পোলাপাইন এর সাথে পার্ট নেয়ার সময় মনে থাকে না, কার্টুন মহিলা কোথাকার!!