নুবাঈদ রোজনামচা

নুবাঈদ, আমার ছোট পুত্র, তার ৫ মাস বয়সে বিভিন্ন ভাবে মনের ভাব প্রকাশ করে। আমি সেটা তর্জমা করে কাজ করি।

সকালে ঘুম ভেঙে দেয় একটা হাসি।
-মাআআআআ…… মিষ্টি মিষ্টি হাসি, আমি ভালোবাসি।🥰🥰🥰
খেয়ে দেয়ে এক দফা চিৎকার।

  • আমাকে আমার ভাই বোনের কাছে দিয়ে আসো।🥳🥳🥳 (ওদের কাছে বেশ খানিকক্ষণ থাকে ও)
    ১২ টার পর মোচড়ানো কান্না দেয়।
  • গরম লাগে। গোসল দিচ্ছ না কেন?😨

দুপুরে খেয়ে ঘুমিয়ে উঠে, আবার চিৎকার।
আমি এই বোরিং রুমে কেন? ঐ রুমে অনেকের কথা শোনা যাচ্ছে। ঐখানে রেখে আসো আমাকে।🤨 (প্রতিবেশী দু’তিন জন ছানা পোনা আসে বিকালে খেলতে। )

খিলখিল হাসি।

  • আমার ভাই বোন দুইটা বেশ সুইট তো। কেমন নাচানাচি করে আমাকে হাসাতে!!!😀

সন্ধ্যা: মোচড়ানো শুরু।

  • ডায়াপার চেক করো না আগে!! কাদলেই খাওয়াতে হয় নাকি!!! আজব মানুষ!!🙄

চিৎকার….

  • পিঠ/ পাছু চুলকায়ে দাও।🥴
    আবার কান্না
  • কোলে নিয়ে হাটো। এক ই খাবার আর কতো!!🤐
    ছয় মাস এক খাবার খেলে তোমরা বুঝতে কতো কষ্ট!🥺🥺

মশারির ভেতর কান্না….

  • ভেতরে যে রেখে গেলা, চেক করো নাই কেন? দুইটা বদ মশা তো খায়া ফালাইল আমারে। এত হাত পা নাড়াচাড়া করি তবুও বদ মশাগুলো আমাকে কামড়াচ্ছে।😖

আমরা খাবার টেবিলে বসলেই চিৎকার।

  • তোমরা এতো রংএর কি কি খাচ্ছ? আমি দেখতে চাই। কেমনে খায় দেখি 😋…. ইয়াক…. থু… ছ্যা……😣

কোলে নিয়ে বসা অনেকক্ষণ। বিছানায় নিয়ে গেলেই কান্না।
-ভদ্র মহিলার কোলে ব্যাপক আরাম…… কোলে নিয়ে বসে থাকো…..🤗🤗

রাতে ক্রমাগত চেঁচামেচি

  • কোলে নাও, কোলে নিয়ে হাট।
    শুধু হাটলে হবে নাকি ,ছড়া ,কবিতা , সূরা অথবা গান বল । কিছু একটা বল।
  • বাঁকা করে কোলে নাও, সোজা করে কোলে নাও, বসেছ কেন, হাঁটা হাঁটি করো।!!!
  • কি আজব!! পেট তো ভরাই আছে। আমি কি শান্তি মতো কাদতে ও পারব না নাকি!!! 😑😑
  • আমার এতো ঘুম আসে কেন?? আমি জেগে থেকে তোমাদের কাজ দেখব।🧐
    (রাত ১২ টার বেশি বাজে)
    তুমি আছো, মা? কোলে নাও…..😍😍😍🥰🥰🥰

রাত বাড়ছে। হাজার বছরের পুরনো রাত!!!!
💓💓💓💓💓