প্রসবে দৌলার ভূমিকা এবং বাংলাদেশে দৌলা কোথায় পাবেন?

প্রেগনেন্সির শেষ দিকে বা লেবারে থাকা একজন মায়ের মনে যেসব প্রশ্ন আসে সেগুলো এরকমঃ

– শরীরে নতুন যেই অনুভূতি বা উপসর্গ দেখা দিচ্ছে এটা কি লেবারের কোন লক্ষণ?

– যে পেইনটা হচ্ছে এটা কি ফলস পেইন নাকি আসল লেবার?

– আমি এখন লেবারের কোন স্টেজে আছি? এর পরের স্টেজে কী কী হতে যাচ্ছে?

ঠিক কোন কোন চিহ্ন গুলো দেখা দিলে হসপিটালে চলে যেতে হবে?

– প্রিনেটাল কোর্সে পেইন ম্যানেজমেন্ট নিয়ে শেখানো হয়েছিল কিন্তু এখন তো মনে আসছে না

– আমি জানি আমার এটাই করা উচিত এখন, কিন্তু ফ্যামিলির লোকজন তো বুঝতে চাচ্ছে না

– এখনতো সম্ভবত লেবারের অমুক স্টেজে আছি, এখন আমার কী করা উচিত?

এরকম শত প্রশ্নের উত্তর দিতে পারেন একজন প্রশিক্ষিত প্রফেশনাল দৌলা

দৌলা ডাক্তার বা নার্স অথবা মিডওয়াইফের বিকল্প নন, তিনি কোন মেডিকেল প্রফেশনাল নন। কিন্তু তিনি প্রেগনেন্সি লেবারের বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণপ্রাপ্ত, প্রসব প্রক্রিয়ায় তিনি একজন মায়ের গাইডের ভূমিকা পালন করতে পারেন।

প্রাচীনকাল থেকেই বিভিন্ন নামে, বিভিন্ন ধরনে দৌলারা ভূমিকা রেখে এসেছেন। সময়ের পরিক্রমায় বর্তমানে এটি প্রফেশনাল রূপ পেয়েছে।

বিশ্বব্যাপী পরিচিত দৌলাদের সংগঠন DONA International এর প্রতিষ্ঠাতা John Kennel, M.D. দৌলাদের ভূমিকা নিয়ে বলেন, “If a doula were a drug, it would be unethical not to use it.”

২০২৩ সালে এসে প্রসব/লেবার ফেইস করার সময় আপনার পাশে একজন দৌলাকে রাখুন।

মাতৃত্ব ডটকম বর্তমানে ভার্চুয়ালি এবং অফলাইনে ঢাকা শহরে দৌলা সেবা দিচ্ছে। আমাদের দুইজন দৌলা কাজী নাবিয়া সুলতানা এবং ওয়াসিফা নূর তামান্না উভয় ধরনের সেবার জন্য বুকিং নিচ্ছেন।

একজন মায়ের বার্থিং এক্সপেরিয়েন্স উন্নত করার আয়োজনে দৌলা অন্যতম উপাদান। ভার্চুয়ালি বা অফলাইনে দৌলা সেবা বুক করতে মাতৃত্ব’র সাথে যোগাযোগ করুন

===

বাংলাদেশে বিপুল সংখ্যক প্রসুতি মায়েদের জন্য দৌলা সেবা সহজলভ্য করতে আপনিও একজন দৌলা হিসেবে প্রশিক্ষণ নিতে পারেন। দৌলা হিসেবে ক্যারিয়ার গঠনে কমিটেড হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন