ফুপির ভালোবাসা

আমাদের ছোটবেলা মামা-চাচা খালা-ফুপুদের আদরে কেটেছে। তাদের সাথে আমাদের কত শত মধুর স্মৃতি।

❤️
❤️

নিজে যখন ফুপ্পি হলাম তখন ভালো করে অনুভব করতে পারলাম ভাতিজা ভাতিজিদের প্রতি কেমন ভালোবাসা হতে পারে। কত মায়া জড়িয়ে আছে সম্পর্ক গুলোতে। ওদের মুখে তাকালে ছোটবেলার ভাইয়াকে দেখি। পরিচিত আরো অনেক চেহারা ছবি ওদের মুখে যেন ভেসে ওঠে।

পৃথিবীর আরেক প্রান্তে থাকার কারণে অনেক বছর পর পর তাদের সাথে দেখা হয়। যখন দেখা হয়, নানাবিধ কারণে খুব অল্প সময় একত্রে কাটানো হয়। তবুও এ বন্ধন অনেক মায়াময়।

আমার বাচ্চারা, ভাইয়ার বাচ্চারা, সাথে অন্য আরও বাচ্চাকাচ্চা যখন একসাথে হয় কি যে সুন্দর, আনন্দদায়ক, সুখকর মুহূর্ত তৈরি হয়!

আল্লাহ যেন ওদের সবাইকে নেককার মুমিন বান্দা হিসেবে কবুল করেন।‌ আমিন।

❤️
❤️
❤️
🥹

( ছবি কথা: আমার নানা বাড়িতে যাবার পথে …… ঠান্ডার দেশের মানুষ গরমে ভর্তা হয়ে বেড়াতে যাচ্ছিল, আনিফা, আরহাম )