বাবুই পাখি কথন

নুবাঈদ এখনো হাটতে শিখেনি। নিজে নিজে দাঁড়ানো ও শিখেনি। কিন্তু সে জানালা বাইতে শিখে গেছে ‌। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।

সে ওয়াকারে চড়ে এটা-সেটা টানাটানি করতে থাকে। জিনিসপত্র টান দিয়ে ফেলে দেয় । ফিল্টারের পানি ছেড়ে দেয়। হামাগুড়ি দিয়ে বিভিন্ন টাইপের দরজা খুলে ফেলে , বিভিন্ন জিনিসপত্র মুখে ঢুকিয়ে ফেলে। এখন আবার জানালা বাইতে শুরু করেছে।

তাকে নিয়ে আমাদের ব্যস্ততা দেখে নায়রাহ বলছে, আমিতো হামাগুড়ি দিতাম না , এক জায়গায় বসে থাকতাম, ভদ্র বাচ্চা ছিলাম।😁

আমি-ওরে তুই তো অলস বাচ্চা ছিলি। তাইতো হামাগুড়ি দিস নাই। 😂

আর ছেলে বাবু গুলো বুঝি ছোটবেলা থেকেই এমন ডানপিটে হয়!!🥰🥰