বৈকালিক ভ্রমন

কয়েকদিনের ঠান্ডা জ্বরে নুবাঈদ কাহিল হয়ে গেছে। ঠান্ডা আর বমি এখনো বন্ধ হয়নি। তাই বাসায় সারাদিন কোলে থাকে নতুবা বিছানায় থাকে। মাটিতে ছেড়ে দেই না। সে মাটিতে হামাগুড়ি দেওয়া খুব মিস করছে। খুব বিরক্ত হয় কোলে থাকতে। পিছলে কোল থেকে নেমে যায়।
এদিকে বিকেল হলে সে বুঝতে পারে , এখন বাহিরে যাওয়ার সময়।বাসায় যেহেতু ভাই বোনের সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না তার মানে তাকেও এখন বের হতে হবে। সে তখন কোলে থাকে না, বিছানায় থাকে না। অস্থির হয়ে কান্নাকাটি করতে থাকে। তাই বাধ্য হয়ে তাঁকে নিয়ে নামতে হয় বিকেল বেলা একটু সময়ের জন্য।

ভাবলাম দেখি বাসায় যেহেতু মাটিতে ছাড়তে পারছিনা মাঠের মধ্যে ছেড়ে দেই। প্যাকেট করে তাই তাকে ঘাসের মধ্যে ছেড়ে দিয়েছি আজ। সে ব্যাপক খুশি ‌। কোল থেকে নেমে সাথে সাথে ঘাসের উপর শুয়ে পড়েছে।