আমার আমি

এক সময় বই পড়তে খুব ভালবাসতাম ।কিন্তু এখন আর খুব একটা সময় পাইনা। হয়তো বই নিয়ে বসলে সেরকম মনোযোগ আসে না অথবা ছানাপোনার আওয়াজে আর পড়া হয়না। এখন রান্নাবান্না করতে খুব ভাল লাগে। বিভিন্ন রেসিপি আবিষ্কার করে একেক দিন একেক টা বানাতে মজাই লাগে। বাচ্চাদের হাসি মুখ আমার রান্নার অনুপ্রেরণা।

সংসার , ছানাপোনা , নির্ঘুম রাত, এর পাশাপাশি চলতে থাকে শিক্ষকতা। ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে, পড়াতে, সহকর্মীদের সাথে আড্ডা দিতেও ভালো লাগে। অফিস থেকে ফেরার পর বাসায় ফিরলে পুরো সময়টাই ছানাপোনা নিয়ে ফেলে।

প্রথম সন্তান জন্মের পর মনে হল বাচ্চা লালন পালন তেমন কিছুই জানি না। তার প্রতি ভালোবাসা থেকে মাতৃত্ব সাইট নিয়ে পথচলা শুরু করেছিলাম সেই ২০১৫ সালে। সেই পথ ধরে এখনো চলছি। তিন ছানাপোনা এবং তাদের বাবাকে নিয়ে সুখে দুঃখে, হাসি কান্নায় জীবন কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।