ছানা পোনা ও তাদের মায়ের অনলাইন ক্লাস

লকডাউন পরিস্থিতিতে বাচ্চাদের স্কুল, কলেজ বন্ধ। কতদিন বন্ধ থাকবে, আল্লাহ জানে!!

বিকল্প হিসেবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। সকাল এগারোটার পর নায়রাহ, নাওঈদ দুইজনের ক্লাস শুরু হয় । একটা পর্যন্ত চলতে থাকে। আবার চারটার দিকে শেষ ক্লাসটা থাকে নায়রার।😔
এর মাঝে কখনো সকালে, কখনো দুপুরে আমাকে ক্লাস নিতে হয়। মোবাইলটা মোটামুটি তাবিজের মতো হাতের সাথে ঝুলতে থাকে । কার কখন ক্লাসের লিংক দিবে!! 🧐
দুইজন দুইরুমে দুইটা কম্পিউটার দিয়ে ক্লাস করতে থাকে। তাদের সাথে সাথে তাদের বাবা-মা ও ক্লাস করতে থাকে । একজনের সাথে একজন বরাদ্দ। 🥺

নাওঈদ টুনি প্যাক, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ ঘুরে, কিছুক্ষণ খায় , কিছুক্ষণ খেলে , কিছুক্ষণ তাকিয়ে থাকে!!!
ওর মিস, কি সুন্দর অবলীলায় ফুল, ফল, লতা, পাতা, পশু- পাখি আঁকে!!! ও মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে , সহপাঠীদের দেখে আর মাঝে মাঝে কিছু ভালো লাগেনা বলে এদিক-সেদিন ঘোরাফেরা করে।🥳🥳

অন্যদিকে নায়রাহ পেন্সিল, খাতা নিয়ে বসে ক্লাস বোঝার চেষ্টা করে । এবং কাউকে না কাউকে পাশে বসে তাকে সাহায্য করতে হয়।🙄

অতঃপর আমাকে ক্লাস নিতে হয়। মিটিং করতে হয়!!
মোটামুটি সারাদিন অনলাইন ক্লাস করতে এবং নিতে আমাদের পুরো পরিবারের সময় কেটে যায়!! 😑😑
নুবাঈদ চুপচাপ থেকে অথবা চিৎকার করে এতে অংশ নিতে চেষ্টা করে!!😎😎

এর মধ্যে আবার মোবাইল ডাটা সমানে আপ ডাউন করে। স্পেসিফিক এরিয়াতে থাকার ফলে ব্রডব্যন্ড সুবিধা নাই। 😓

এই লকডাউনে মোবাইল কোম্পানি গুলো বেশ প্রফিট করছে , ডাটা বিক্রির মাধ্যমে। আমার তো প্রতিদিন কেনা লাগছে!!! তারা যদি আরো স্বল্পমূল্যে ডাটা বিক্রি করতো, ভালো হতো আম জনতার জন্য।।

কবে যে এই আজাব ঠিক হবে আর দুনিয়া স্বাভাবিক হবে!!!
বাসা বাড়িতে স্কুল, অফিস, খেলার মাঠ, চিড়িয়াখানা….. সারাদিন……🙄🙄🤐🤐🥴🥴🥴


Posted

in

by

Tags: