একটা বাচ্চাকে যখন সলিড খাবার খাওয়ানো শুরু করা হয় তখন দেখা যায় বাচ্চাটি শুরুতে খুব সামান্য খাবার মুখে নেয়। মায়েরা যখন খাবার তৈরি করে সেটা মোটামুটি একটা পরিমাণ রান্না করতে হয়। খাবার খাওয়ানোর সময় দেখা যায় বাচ্চা প্রায় পুরো খাবারটি রেখে দেয় । বড়জোর চা-চামচে দু-এক চামচ তাকে খাওয়ানো যায়। তখন বাটি ভরা খাবার রয়ে গেছে দেখলে মায়েদের মন খারাপ হয়। সাথে সাথে এটাও মনে হয় , যে বাচ্চা কোন খাবার খেতে চায় না।
এখানে দুটো বিষয় খেয়াল করা উচিত। প্রথমত, যেহেতু বাচ্চা প্রথম বার সলিড খাবার খাওয়া শুরু করবে , তার খাবার গ্রহণের পরিমাণ খুব সামান্য হবে। তবে আস্তে আস্তে পরিমাণ বাড়তে থাকবে।
দ্বিতীয়ত, খাবার খাওয়ানোর বাটিটা খুব ছোট সাইজ নেওয়া উচিত। যদি বাটির সাইজ একটু বড় হয় তখন দেখা যায় বাটি ভর্তি খাবার রয়ে গেছে। মনে হয় যেন বাচ্চা কিছুই খায়নি। অন্যদিকে বাটির সাইজ যদি ছোট হয় তখন এক চামচ খাবার যদি কমে, সেটা বোঝা যাবে যে বাচ্চা এতোটুকু খেয়েছে । বাচ্চা খেয়েছে এটা বুঝতে পারলে মায়েদেরও ভালো লাগবে।