দেশের বাইরে ভাইয়া থাকে। ওখানে বছরের পর বছর ঈদ করে। এতো দিন বেশ আফসোস হোত, আহারে, ভাই আমার, মা-বাবা ছাড়া ঈদ করে!!
এবার দুটো ঈদ ই আত্মীয় স্বজন ছাড়া একা একা করা। বিদেশে ঈদ করার মতো ফিলিংস হচ্ছে।🙄 খুব স্বল্প পরিসরে প্রতিবেশীর বাসায় যাওয়া-আসা হয়েছে।
বাচ্চারা দাদু-নানু বাড়ি বেশ মিস করছে। খেলাধুলা করার সংগী ও কমে গেছে। ঈদের আমেজ দেবার জন্য তাই তাদের নিয়ে একটু বের হওয়া।
এই বন্দীত্ব কবে শেষ হবে জানিনা। তবে এই করোনা কালীন সময়ে, আমরা অনেক নতুন অভিজ্ঞতা পাচ্ছি। বিদেশে ঈদ করার আমেজ পাচ্ছি……… খারাপ না। বি পজিটিভ। 😎
বাচ্চা বাহীনির ড্রেস: মাহজাবীন প্রোডাকশন ( Mahjabin আপুর হাতে পায়ে ধরে বানিয়েছি 🥰🥰)