দুপুরবেলা তুমুল কাজের প্রেসারে থাকি। নুবাঈদ কে ওয়াকারে দিয়ে ঘর পরিষ্কারের কাজ করেছিলাম। ওদের বাবা মসজিদে। নায়রাহ গোসল করছে। নাওঈদ অফিসার সেজে বসে আছে। অফিসের কাজে ব্যস্ত অন্য কোন দিকে তাকাচ্ছে না।
কাজের সময় খেয়াল রাখি নুবাঈদের আওয়াজ শোনা যায় কিনা। আমি একটু পরপর এসে দেখে যাই তাকে।
হঠাৎ খেয়াল করলাম বেশ কিছুক্ষণ ধরে নুবাঈদের কোন সাউন্ড পাওয়া যাচ্ছে না। আমি রুমে রুমে তাকে খোঁজা শুরু করলাম । তাকে কোন রুমে পাওয়া গেল না!! আমার তো মোটামুটি জ্ঞান হারাবার দশা। এত বড় ওয়াকার নিয়ে সে কই গেলো?? খুঁজতে খুঁজতে দেখা গেল সে রান্নাঘরে ব্যাপক ব্যস্ত!! 😳😳
সাধারণত আমি রান্নাঘরে কাজ করার সময় সে দরজায় ওয়াকার নিয়ে দাঁড়িয়ে থাকে। তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না । পানির ফিল্টারের প্রতি তার ব্যাপক আকর্ষণ। আজ সে সুযোগের সদ্ব্যবহার করেছে ইচ্ছামতো পানি ফেলে।
ছেলেগুলো কি এমনই দুষ্ট হয় !!!
আল্লাহুম্মা বারিক লাহু ।
বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ংকর
by
Tags: