হলিডে ডায়েরি

নায়রাহ ও নাওঈদ যখন ঝগড়া ঝাটি, মারামারি করে তখন তাদেরকে আমি আর ওদের বাবা বলতাম , এমন করলে তোমাদেরকে দাদা বাড়ি বা নানা বাড়ি রেখে আসবো। কে কোন বাড়িতে থাকবে তোমরা নিজেরা ঠিক করো। আমরা শুধু নুবাঈদকে নিয়ে থাকবো। শেষ পর্যন্ত ওরা কোন বাসায় থাকতে রাজি হতো না এবং কিছুক্ষণের জন্য ঝগড়াঝাঁটি থামাতো।

এখন ছুটিতে বেড়াতে এসে তারা তো ব্যাপক আনন্দিত। তারা তাদের খাম্মির সাথে সাথে বিভিন্ন জায়গায় বেড়ানো শুরু করে দিয়েছে এবং এটা সেটা যা খুশি কিনে খাচ্ছে। তাই নাওঈদ আজ ঘোষণা দিল, সে আর ফিরে যাবে না নিজের বাড়িতে। খাম্মি‌র সাথে নানা বাড়ি থাকবে ।

আজ তারা জামালখানে ফিশ অ্যাকুরিয়াম পরিদর্শনে গিয়েছে । সেখান থেকে এসে ঘোষণাটি দিয়েছে।😊😊


Posted

in

by

Tags: