ক্যাঙারু ছানা

ক্যাঙারু ছানা সারাদিন তার মায়ের থলিতে লটকে থাকে। নুবাঈদের অবস্থা এখন ক্যাঙারু ছানার মতো। মাত্র সে হামাগুড়ি দেয়া শিখেছে। সারাটি ক্ষণ কিছু না কিছু টানছে, ফেলে দিচ্ছে, লটকে ঝুলে থাকছে….. আমার সাথেই সে ঝুলতে পছন্দ করে বেশি!!! ক্যঙারু মাতা মনে হয় নিজেকে 🙄

এই পড়ে গিয়ে মাথায় আলু বানাচ্ছে, পিছলা খাচ্ছে, গরম কিছু ধরে টান দিচ্ছে।( আজ তার গরম খাবার বাটি টান দিয়ে ফেলে দু আঙ্গুল লাল করে ফেলেছে) 😓

এতো ব্যস্ত সে থাকে, সাথে আমাকেও ব্যস্ত রাখে। মাঝে মাঝে আমার অবস্থা দাড়ায়, আমি কে, কি করছি, কেন করছি…. সব মাথা থেকে খালি হয়ে যায়….. মনে হয় ৩০ ঘন্টায় এক দিন হলে কিছু সময় পাওয়া যেত।

আপাতত মনে হচ্ছে একটা চক্রে আটকে গেছি।
আমি যে কবে আমার আমিকে ফেরত পাবো!!?? 😔🙄

আমার ক্যাঙারু ছানা

Posted

in

by

Tags: