মন খারাপ

বেশ কিছুদিন বাবার বাড়ি বেরিয়ে আসার পর নিজের সংসারে কেমন যেন এখন একা একা মন খারাপ লাগছে । ব্যস্ততার ভিড়ে এই মন খারাপ ভাবটা শীঘ্রই হয়তো চলে যাবে।

সারাদিন দৌড়ঝাঁপ করে কর্মক্লান্ত আমি মাত্র নিজের কাজ নিয়ে বসলাম (অফিসের কাজ)। এগুলো শেষ করে তবেই একটুখানি ঘুম। এর মাঝে আবার নায়রাহ’র শরীর খারাপ, জ্বর- গলাব্যথা।
সামনের বাসার স্বহৃদয় প্রতিবেশী ও নেই । তারা কোয়াটার ছেড়ে নিজেদের ফ্ল্যাটে উঠেছেন। আমার বাচ্চাগুলো তাদের ইরা, ইমাপুর সাথে সময় কাটাতে পারছে না। কিছুক্ষণ পরপর ভিডিও কলে খাম্মির সাথে কথা বলতে চায়। মিস ইউ, লাভ ইউ- বলতেই আছে তারা। তারা ও
বিষন্ন , আমিও বিষন্ন।

‘নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি’
সূরা ইনশিরাহ:৫


Posted

in

by

Tags: