ছোট ছানা

সময়ের অভাবে তিন চার দিন পর একদিন ঘর মোছার চেষ্টা করি। তাই তিনজনকে একসাথে প্যাকেট করে শুইয়ে দিলাম। কিন্তু ছোটজনের তো ডিভাইসের প্রতি মনোযোগ নাই। ব্যাপক কান্নাকাটি করে বিছানা থেকে নেমে গেল। এখন হ্যামিলনের বাঁশিওয়ালার ইঁদুরের মত মপের পিছে পিছে ঘুরছে। 🙄


Posted

in

by

Tags: