নুবাঈদকে ঘুম পাড়ানোর সময় একটা ব্যাপার ঘটে। সে যতই ক্লান্ত থাকুক না কেন, ঘুমাবে না নিজে নিজে। ঘুমে পড়ে যাচ্ছে, তবু জোর করে চোখ খুলে রাখবে। তাকে ঘুম পাড়াতে হলে মা অথবা বাবাকে প্রয়োজন হয়। কোলে নিয়ে হাটতে হবে অথবা শুতে হবে। গায়ে চাপড় দিয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে।আমরাও তার চাহিদা অনুযায়ী তাকে ঘুম পাড়াই।
একই রকম বিষয় বৃদ্ধ মানুষদের ক্ষেত্রেও ঘটে। তারাও একা থাকতে চায় না। একা খেতে ঘুমাতে পছন্দ করেনা। সার্বক্ষণিক কারো না কারো সঙ্গ চায়।
ভাবছি বাচ্চাদেরকে আমরা যত সহজে সব সময় সব কাজে সহায়তা, সহযোগিতা করি, বয়স্ক মানুষদের বেলায় একই রকম আচরণ কেন করি না!!!
অথচ আমরা বুঝি, বৃদ্ধ মানুষরা বয়সের সাথে সাথে শিশুদের মত হয়ে যান।
(ছবিতে নানার সাথে নাতি- নাতনি❤️❤️)
চিন্তা কথন
by
Tags: