নুবাঈদ কান্ড

নুবাঈদ দু’ চারদিন পর পরই ডাইনিং টেবিল থেকে অথবা রান্নাঘরে গিয়ে কিছু না কিছু ফেলে দেয়। ভাত, তরকারি পাতিল , পানির জগ , দুধ চিনির বয়াম , ফলের ঝুড়ি বা যেকোনো কিছু হাতের নাগালে পাওয়া মাত্র টান দেয়।🥴

আজ দেখি ডাইনিং টেবিলের চারপাশে চক্রাকারে ঘুরছে। কোন জিনিসটা হাতের নাগালে পাবে তারপর সেটা টান দিয়ে ফেলবে এবং মুখে দিয়ে টেস্ট করে দেখবে। অবশেষে একটা লবনের প্যাকেট এ সে হাত দিতে পারল।🙄

কেউ আমিন না বলে যাবেন না। 😑


Posted

in

by

Tags: