আমাদের ছোট্ট ডিমের কর্মকাণ্ড…..
নামাজের বিছানায় কেউ দাঁড়ালেই হলো!!!
তখন তাকে নানা ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করতে দেখা যায়। পায়ের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া, শুয়ে পড়া, বাবার গায়ে চড়া,চুল-দাড়ি টানা, মায়ের হিজাব ধরে ঝুলতে থাকা , হিজাবের ভেতরে ঢুকে যাওয়া, টেনে খুলে ফেলা ইত্যাদি।
তার সরব পদচারণায় সে পুরো বাসার সবাইকে তটস্থ রাখে। আর সতর্ক না থাকলে মাথায় আলু ফোলাবে!!!
একটি ছোট ডিম ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ❤️❤️❤️
মাহে রমজান ২০২১
by
Tags: