মাহে রমজান ২০২১

আমাদের ছোট্ট ডিমের কর্মকাণ্ড…..
নামাজের বিছানায় কেউ দাঁড়ালেই হলো!!!
তখন তাকে নানা ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করতে দেখা যায়। পায়ের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া, শুয়ে পড়া, বাবার গায়ে চড়া,চুল-দাড়ি টানা, মায়ের হিজাব ধরে ঝুলতে থাকা , হিজাবের ভেতরে ঢুকে যাওয়া, টেনে খুলে ফেলা ইত্যাদি।

তার সরব পদচারণায় সে পুরো বাসার সবাইকে তটস্থ রাখে। আর সতর্ক না থাকলে মাথায় আলু ফোলাবে!!!

একটি ছোট ডিম ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ❤️❤️❤️


Posted

in

by

Tags: