ত্রিরত্ন

তিনজন মিলে পুরা বাসা মাথায় নিয়ে হাটছে। চুপ করিয়ে এক জায়গায় বসালে মিনিট পাঁচেক পর আবার চিৎকার, চেঁচামেচি , হাসাহাসি চলছে অবিরত।

চিন্তা ভাবনা করে একগাদা আলু সেদ্ধ করে ছুলতে বসায়ে দিলাম। দুজন আলু ছিলে এক জায়গায় রাখছে। আরেকজন আছিলা আলুগুলো পুরা বাসায় ছড়িয়ে-ছিটিয়ে দিচ্ছে।😑

আগামীদিনের ইফতারের জন্য চপের ব্যাচ রেডি হবে। পাশাপাশি অল্প কিছু সময় হলেও বাসাটা ঠান্ডা থাকবে। আমিও অল্প কিছুক্ষণের জন্য নাকে তেল দিয়ে ফেসবুকিং করি 🙃।


Posted

in

by

Tags: