টিকা

সীমিত আকারে আজ বাজারে গিয়েছিলাম। সেখানে মাতৃসদনে দেখি , “আপনার শিশু কে টিকা দিন”, পতাকা উড়ছে। বাসায় এসে নুবাঈদকে নিয়ে আবার গেলাম। মার্চ মাসে দিতে না পেরে অবশেষে মে মাসে টিকা দিতে পারলাম। দুই পায়ে দুটি টিকা। তার বাবা কোলে নিয়ে বসে আছে । একবার করে এক পায়ে টিকা দিচ্ছে, নুবাইদ কাঁদছে। দরজার পাশে দাঁড়িয়ে তার মা ও কাঁদছে। বাচ্চার একটু কান্না, একটু কষ্টেই সব মায়েদের চোখেই বুঝি এমন করে পানি আসে।
এই সন্তানগুলো বড় হয়ে বাবা-মার থেকে কত দূর দূরান্তে চলে যায়। বাবা মাকে কত কষ্ট দেয় । তবুও সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা শেষ হয়না।

অন্যদিকে ভালোবাসার নিরানব্বইভাগ আল্লাহ তার কাছে রেখে , বাকি এক ভাগ সৃষ্টিকুলের মাঝে বিতরণ করেছেন । তাতেই আমাদের এতো এতো ভালোবাসা। তাই দয়ালু রহমানুর রহিম এর কাছে রমজান মাসে প্রাণভরে দোয়া করি, আল্লাহ যেন সব মাকে বাবাকে ভালো রাখেন , তাদের সন্তানদের সুস্থ রাখেন । পৃথিবীটাকে সুস্থ করে দেন । পৃথিবীটাকে তার রহমত চাদর দিয়ে ঢেকে দেন ।এই প্রাণঘাতী আজাব দূর করে দেন । আমিন।


Posted

in

by

Tags: