বড় পুত্র সন্ধ্যার পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। প্রায় দু তিন ঘন্টার একটা ঘুম। রাত দশটার দিকে সেই ঘুম ভাঙল।
এদিকে রাত বারোটার মধ্যে যখন সবাই শুয়ে পড়েছে , তার তো আর কোনভাবেই ঘুম আসেনা। তবুও সন্ধ্যায় ঘুমানোর অপরাধে বেচারা বিছানা ছাড়তে পারছেনা।
রাতে দুনিয়ার কাজ বাকি থাকে, তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে পড়লাম। রাত দুইটা বাজে উঠে দেখি বড় পুত্রের চোখে ঘুম নাই। তার বাবা বলল কি করবা করো এখন।
আনন্দিত হয়ে সে বিছানা থেকে বেরিয়ে আসল।🥳🥳
ভদ্রলোক তখন লিখতে বসে গেল। যে লেখা এক লাইন দুই লাইন লিখলে তার হাত ব্যথা হয়ে যায় , দুই দিনেও লিখে শেষ করতে পারে না, সেটা এখন চুপিচুপি পুরস্কার পাবার আশায় এবং ঘুম না আসার দুঃখে চটপট লিখে ফেলল।
(পুরষ্কার ছিল Sakina’s Kitchenet এর ইয়াম্মি চকলেট গুলো। ব্যাসিকালি এগুলো আমি রাতে বাচ্চারা ঘুমালে চুপিচুপি খাই। আজ পুত্র এবং তার বাবাকে ও দিতে হোল 😑)
আল্লাহুম্মা বারিক লাহা।
মাঝরাতে বিনোদন
by
Tags: