সিনেমার মতো বাচ্চা

নুবাঈদ ঘুমানোর পর, এক ঘন্টা – আধা ঘন্টা পর পর উঠে উঠে চেক করে , তার সার্ভিস প্রোভাইডার ঠিকভাবে সার্ভিস দিচ্ছে কিনা!!🙄
প্রচণ্ড গরমে রাতে ঘুমায় দেরিতে।
তাই সেহরি খাওয়ার আগে বা পরে দেখা যায় টানা 1 ঘন্টা ঘুমাতে পারিনা । একটু পর পর সার্ভিসিং করা লাগে।
অন্যদিকে সকালে বড় দুই ভাই বোনের পেঁ পো তো আছে ই। ফলাফল- মাথা ঘুরে , মাথা ব্যথা থাকে সারাদিন।🥴🥴
কোন কাজ করতে ইচ্ছা করে না । 😑
মন চায় বাংলা সিনেমার মতো একটা ব্যাকগ্রাউন্ড সঙ্গীত চালিয়ে দেই । সংগীত বাজতে থাকবে ।🥳 বাচ্চাগুলা বড় হয়ে যাবে । স্কুল , কলেজ, ইউনিভার্সিটি পড়া শেষ করে ফেলবে। এরপর রেজাল্ট নিয়ে এসে বলবে মা, মা আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি।

পোলাপাইন গুলা সিনেমার মত তাড়াতাড়ি বড় হয়ে গেলে মন্দ হোত না 😎😎


Posted

in

by

Tags: