ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড যখন অন্য কারো বেস্ট ফ্রেন্ড এ পরিণত হতো তখন খুব মন খারাপ হোত। প্রতি ক্লাসে বেস্ট ফ্রেন্ড নতুন করে বানাতে হত। যদিও এখন এই স্কুলের বন্ধুই বেস্ট ফ্রেন্ড। স্কুলে কিন্তু সে এমন ছিল না। তখন শুধু সহপাঠী ছিল। আস্তে আস্তে বন্ধু থেকে বোনের মতো আপন হয়েছে❤️❤️❤️❤️
এভাবে অনেককেই অনেক ভালো লাগে, ভালোবাসি। সেখানে স্বার্থ কখনোই থাকে না। তবুও মাঝে মাঝেই মন বেশ খারাপ হয়। অমুক তমুক আমাকে ভালোবাসে না, কেয়ার করেনা আগের মতো। অমুকের জীবনে তমুক আসার পর থেকে আমার প্রতি টান কমে গেছে!!! অমুক তমুকের সাথে প্রয়োজন মিটে গেছে তাই যোগাযোগও নাই। প্রয়োজন হলেই যোগাযোগ হয়!!
অদ্ভুত আবেগ আমাদের। আমরা পাল্টাই, প্রতিনিয়ত পাল্টাই। তাই আমাদের ভালোবাসার ও রূপ পাল্টায়। শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসলে সেটা কখনো পরিবর্তন হয় না।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কখনো পরিবর্তন হন না। তিনি তাঁর সৃষ্টির প্রতি সবসময় একইরকম।
কি দারুন উপলব্ধি…❤️❤️❤️
উপলব্ধি
by
Tags: