একসাথে বেশ কিছু কাজের প্রেশার পড়ে গেছে। কাজ বেশি জমে গেলে টেনশনের ঘুমাতেও পারিনা, এমন অবস্থা হয়ে যায়।
তাই ভাবলাম ছানাপোনার সাথে একটু ঘোরাঘুরি হয়ে যাক।
বাসার কাছেই বুড়িগঙ্গা। খুব সহজেই দশ মিনিটে গিয়ে ঘুরে আসা যায়। বিকেলে তাই তাদের নিয়ে হেঁটে আসলাম।
নদীতে এপার থেকে ওপারে লোকজন নৌকা করে অথবা ট্রলারে করে আসা-যাওয়া করছে। একটা লাল রঙের পালতোলা নৌকা ও দেখলাম। মুগ্ধ হয়ে দেখতেই থাকলাম আর দেখাতে লাগলাম বাচ্চাদের।
ঘুরতে এসে তারা বিভিন্ন জিনিস দেখে প্রশ্ন করা শুরু করলো। প্রশ্নের উত্তর দেয়ার ফাঁকে ফাঁকে বেশকিছু ভোকাবিউলারি তাদের মাথায় ঢুকিয়ে দিলাম।
নৌকা- boat
নদী- river
পানি- water
মাছ- fish
সাপ- snake
নদীর তীর- bank
গল্পে গল্পে তারা নদী এবং তার আশেপাশের লোকজন, কাজকর্ম, জায়গার নাম সম্পর্কে একটু জেনে নিল। কতখানি মনে রাখতে পারবে বোঝা যাচ্ছে না। তবে তারা বেশ আনন্দ পেয়েছে, পড়াশোনার জিনিসগুলো চোখের সামনে বাস্তব দেখতে পেয়ে।
Sometimes learning is fun….
by
Tags: