ঘোরাঘুরি

ভালো লাগে উড়তে
ঘোরাঘুরি করতে
ক্লান্ত এ প্রান ও মন
করে উঠে চনমন।
মাঠে, ঘাটে প্রান্তর
দিল খুশ অন্তর।
ছানাপোনা , হাক ডাক
উড়ে যায় পাখির ঝাঁক।
❤️❤️❤️

লিখেছেন- ইনু কবি


Posted

in

by

Tags: