নুবাইদের খাবার গরম দিয়ে বাটি কিচেনে একপাশে রাখলাম। অন্যপাশে সবার জন্য খাবারের প্লেট রেডি করছি। নুবাঈদ চট করে চলে আসছে বাটি ধরতে।
সারাদিন ধরে ক্রমাগত কিছু না কিছু ফেলছে, চেয়ার বেয়ে বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে, জগ থেকে পানি ঢেলে দিচ্ছে….. মোটকথা কিছু না কিছু করছে। ভাবলাম গরম বাটিতে হাত দিলে একটু শিক্ষা হবে, আরেক মন বলছে, বেচারা হাতে ব্যথা পাবে।
ভাবতে ভাবতে সে ধোঁয়া ওঠা গরম বাটিটা ধরে ফেলেছে। সাথে সাথে ছ্যাৎ করে উঠলো, হাতটা সরিয়ে নিলো এবং পাছুতে হাত ডলতে ডলতে কিচেন থেকে বেরিয়ে গেল। এরপর সোজা বোনকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে বোনের টেবিলে।
মনে মনে আবার নিজেকে বকাবকি করতে লাগলাম, পাঁজি মা, হতচ্ছাড়া মা 😕
পাজী মা
by
Tags: