এলোমেলো মন,
চায় শুধু হারাতে।
পাখির মতো ডানা মেলে
যেতে চাই বেড়াতে।
মাঝবয়সী নারীর মন
আটকে আছে কিশোরী বেলায়
হাসিতে খুশিতে দিন পার
মেতে উঠি হেলায় খেলায়।
-ইনু কবি
ছন্দ আনন্দ
by
Tags:
এলোমেলো মন,
চায় শুধু হারাতে।
পাখির মতো ডানা মেলে
যেতে চাই বেড়াতে।
মাঝবয়সী নারীর মন
আটকে আছে কিশোরী বেলায়
হাসিতে খুশিতে দিন পার
মেতে উঠি হেলায় খেলায়।
-ইনু কবি
by
Tags: