কবরস্থান ভ্রমণ

বৈকালিক ভ্রমনে বের হয়েছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। পাশেই ছিল কবরস্থান। আজ ঐ রাস্তা ধরে হাঁটছিলাম। বাচ্চাদের দেখাচ্ছিলাম কবরগুলো। পড়ে শুনাচ্ছিলাম তাদের নাম। কবরবাসীদের জন্য দোয়া করছিলাম।

কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। নিজের কথা ভাবছিলাম। চোখে পানি এসে গেল কবরে শায়িত নিজের কথা ভেবে।ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া করে এসেও আজকে আমার মন ভালো নেই। দুনিয়াদারির কাজকর্ম কেমন যেন স্লো মোশনে চলছে চারপাশে।

“প্রতিটি জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে” সূরা আম্বিয়া: ৩৫

আব্দুল্লাহ ইবনে ওমর রা. বর্ণিত একটি হাদিসে আছে : এক ব্যক্তি রাসূল সা.-কে জিজ্ঞাসা করলেন, লোকদের মধ্যে কে অধিক বুদ্ধিমান, জ্ঞানী ও সতর্ক ব্যক্তি? উত্তরে নবী করিম সা. বললেন, লোকদের মধ্যে যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, জ্ঞানী ও সতর্ক ব্যক্তি। সে দুনিয়ায় সম্মান ও পরলোকে মর্যাদা দুই-ই লাভ করতে পারবে।


Posted

in

by

Tags: