Simple mind and simple thought -1

আজকে একজন মা আমার হাত ধরে কাঁদছিল। তার ছোট ছেলের জন্য সাহায্য চাইছিল, যাতে করে সে তার পড়াশোনাটা চালিয়ে নিতে পারে।ছেলেটার উপরে বেশ রেগে ছিলাম যুক্তিসঙ্গত কিছু কারণে। পরে তার মা এসে পারিবারিক সমস্যার বিষয়গুলো তুলে ধরল। শান্তিনগরে নিজেদের বিশাল বাড়ি আছে। হাজবেন্ডের অনেক বড় ব্যবসা, বড় দুই ছেলে প্রতিষ্ঠিত। ছোট ছেলেটাই আমাদের কাছে পড়ে, কলেজে। বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে বিবিএ করেছে এবং বেশ ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে। মেজো ছেলে মাস্টারমাইন্ড থেকে এ লেভেল করে এআইইউবি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।(ইংলিশ মিডিয়াম এবং প্রাইভেট ইউনিভার্সিটি, তার মানে তার পেছনে তার পরিবার অনেক টাকা খরচ করেছে) সেও বেশ ভালো পজিশনে আছে। তাদের বাবা হঠাৎ স্ট্রোক করে শারীরিকভাবে বেশ খারাপ অবস্থায় চলে গেছে। ব্যবসা-বাণিজ্য পড়তে শুরু করেছে। বড় দুই ছেলে যখন দেখলো অর্থনৈতিকভাবে দায়িত্ব পুরোপুরি তাদের দিকে চলে আসছে , তারা যে যার মত করে কেটে পড়েছে। তারা পারিবারিকভাবে এখন আর কোনো ধরনের যোগাযোগ রক্ষা করছে না। এদিকে তাদের বাবা এখন আর কাউকে চেনে না। তিনি এখন দুনিয়াদারি থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছেন। ব্যবসা-বাণিজ্য দূরের কথা নিজের স্ত্রীর সন্তানদেরও আর চিনতে পারেন না। মায়ের একমাত্র চিন্তা এখন ছোট ছেলেকে নিয়ে। অনিয়মিত ছাত্রটিকে যাতে আমি সুযোগ দেই সেই রিকুয়েস্ট নিয়ে তিনি এসেছিলেন।খুবই আশ্চর্যজনকভাবে ভদ্রমহিলা বলছিলেন বড় দুই ছেলে টাকা চিনে গেছে , যার যার মত ভালো আছে। ছোট ছেলে না থাকলেই তার এখন আর কোন টেনশন থাকত না। ছোট ছেলেকে তার দুনিয়াতেই নাকি আনা উচিত হয়নি।(বড় ছেলেদের সাথে ছোট ছেলেটার বয়সের পার্থক্য অনেকখানি)। তার হাসবেন্ড নাকি তাকে বলেছিল ছোট ছেলের জন্য তোমার কষ্ট করতে হবে বেশি!!! অবাক হয়ে ভাবছিলাম, ভদ্রমহিলা কোনটি সমস্যা সেটা চিনতে না পেরে, যেটি সমস্যা না সেটি নিয়ে দুঃখিত হয়ে আছেন!!আমার মন জানতে চায়, বড় দুই ছেলে এখন যে বাবা-মা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে, এটা আসলে কিসের সমস্যা ছিল? তাদের পেরেন্টিং এর সমস্যা? তারা দুনিয়া চিনেছে, দ্বীন চিনে নাই সেজন্যে? অথচ পিতা মাতার প্রতি কর্তব্য এই রচনাটি আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। নাকি সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে , এই কনসেপ্টটা তারা জানে না!!অভিভাবক হিসেবে আমরা কি এরকম স্বার্থপর কিন্তু আর্থিকভাবে সফল সন্তান লালন-পালন করে চলেছি??? আমার সন্তানেরা যাতে মুমিন বান্দা এবং মানুষ হয়। এরকম সফল সন্তান আমার প্রয়োজন নাই।


Posted

in

by

Tags: